কাতার বিশ্বকাপের আগে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশের সময় অনুযায়ী, শুক্রবার রাতে ঘানার মুখোমুখি হবে ব্রাজিল, আর শনিবার ভোরে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
ব্রাজিলের খেলা অনুষ্ঠিত হবে ফ্রান্সের স্তাদে ওসেয়ান স্টেডিয়ামে রাত ১২টা ৩০ মিনিটে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ভোর ৫টা ৩০ মিনিটে মাঠে নামবে আর্জেন্টিনা।
ব্রাজিল দলের কোচ তিতে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন যেখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন য়্যুভেন্তাসের ডিফেন্ডার ব্রেমের ও রোমার ইবানেস। এই দুইজন ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করতে পারেন।
তিতের ঘোষিত স্কোয়াডে ইউরোপের শীর্ষ লিগের খেলোয়াড়রাই সংখ্যাগরিষ্ঠ। গোলরক্ষক অ্যালিসন, ডিফেন্ডার থিয়াগো সিলভা, মিডফিল্ডার ক্যাসেমিরো ও ফরোয়ার্ড নেইমার রয়েছেন দলের অভিজ্ঞ মুখ হিসেবে। ব্রাজিলিয়ান লিগ থেকে মাত্র তিনজন সুযোগ পেয়েছেন— পালমেইরাসের গোলরক্ষক ওয়েভেরতন, ফ্লামেঙ্গোর মিডফিল্ডার এভেরতন রিবেইরো ও ফরোয়ার্ড পেদ্রো।
আকর্ষণীয়ভাবে, আর্সেনালের হয়ে দুর্দান্ত খেললেও দলে জায়গা হয়নি গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির। এই ম্যাচগুলো কাতার বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা করে নেওয়ার দারুণ সুযোগ হিসেবে দেখছেন নতুন মুখরা।
টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকা ব্রাজিল নিঃসন্দেহে ঘানার বিপক্ষে জিতে সংখ্যাটা বাড়াতে চায়। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ব্রাজিল এখন পর্যন্ত ঘানার বিপক্ষে চারবার খেলেছে এবং সব ম্যাচেই জয় পেয়েছে। ঘানা রয়েছে ৬০তম স্থানে।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য। এবার দলের নতুন চমক যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলা ২১ বছর বয়সী থিয়াগো আলমাদা। তার দুর্দান্ত পারফরম্যান্সের ফলে তিনি জায়গা করে নিয়েছেন মেসি-ডি মারিয়াদের পাশে।
এছাড়াও জাতীয় দলে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকবে পাওলো দিবালার সামনে। লিসান্দ্রো মার্টিনেজ, রদ্রিগো ডি পল এবং লেয়ান্দ্রো পারেদেসরাও নজর দিতে চান বিশ্বকাপের মূল একাদশে জায়গা পাওয়ার লক্ষ্যে।
র্যাঙ্কিংয়ের তিনে থাকা আর্জেন্টিনা এখনও পর্যন্ত হন্ডুরাসের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে এবং উভয়টিতেই জিতেছে। সর্বশেষ দেখা হয়েছিল ২০১৬ সালে, যেখানে হিগুয়েনের একমাত্র গোলে জয় পায় আলবিসেলেস্তেরা। অন্যদিকে, হন্ডুরাস নিজেদের শেষ ১৪ ম্যাচে একটিত